Header Ads Widget

একজন আলেমের পরিচয়



রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ' আল্লাহ তায়ালা যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, দ্বীনের গভীর বুৎপত্তি দান করেন । ' -আল হাদীস 


বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি .) আলেমের পরিচয় তুলে ধরে বলেন- 

১. আলেমকে তো চেনা যায় রাতের গভীরতায় , মানুষ যখন সুখ নিদ্রায় বিভোর থাকে । 

২. কর্মমুখর দিনের প্রহরে , অন্যরা যখন মত্ত হয়ে থাকে পানাহারের সুখ আস্বাদনে । 

৩. ক্রন্দষী আত্মার বিলাপ ও আহাজারীতে তার সত্ত্বার পরিচয় লুকিয়ে থাকে , হাসি আনন্দ ও উৎসব আমেজে সবাই যখন আত্মহারা হয়ে ওঠে । 

৪. নির্বাক , স্তব্ধতায় তাকে খুঁজে ফিরতে হয় , অর্থহীন অসার গল্প কথকতায় মানুষ যখন বল্গাহীন শব্দ ঝংকারে চারপাশ আলোড়িত করে তোলে । 

৫. দুঃখ বেদনার অথৈ সমুদ্রে সন্তরণরত ; তাকে দেখে চেনা যায় দর্পিত আত্মার হর্ষধ্বনি যখন সব মুখরিত করে তোলে । 

৬. চিন্তা ও তার গাম্ভীর্যের সাবলীল পদক্ষেপের দৃপ্ত অবিচলতায় তার ছায়া ভাস্বর হয়ে ওঠে , যখন আনন্দ ও কোলাহলে মানুষ থাকে বেসামাল উন্মাতাল । 


নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : তুমি হয়তো আলেম হও অথবা তালিবে ইলম হও , অথবা মনোযোগ সহকারে ইলম শ্রবণকারী হও অথবা ইলম ও আলেমদের মহব্বতকারী হও , পঞ্চম প্রকার হয়ো না ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ